৪ হাজার কোটি টাকার বাড়ি! কী আছে এ বাড়িতে – আমেরিকার সবচেয়ে বিলাসবহুল বাড়িটি বিক্রি করা হবে। নির্মাতা নিল নিয়ামি এর দাম হাঁকতে যাচ্ছেন ৫০ কোটি ডলার বা প্রায় চার হাজার কোটি টাকা। একসময় হলিউডি সিনেমা প্রযোজনা করা নিয়ামি বলছেন, এই দাম থেকে একচুলও নড়বেন না তিনি। এরইমধ্যে বাড়িটি তৈরি করতে গিয়ে ব্যাংক থেকে আট কোটি ৩৫ লাখ ডলার লোন করেছেন তিনি।




বিলাসবহুল এই দালান তৈরির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারের এক পাহাড়ের ওপর গড়ে তোলা হয়েছে ‘দ্য ওয়ান’ নামের বাড়িটি। জেনে নেয়া যাক কী কী আছে এই বাড়িতে- এতে আছে একটি নাইট ক্লাব, রূপচর্চার স্যালন, বিশটি বিশাল শোবার কামরা। এর মধ্যে আবার আছে সাড়ে পাঁচ হাজার বর্গফুটের একটা মাস্টার স্যুইটও।




শুরুতে একটা বেডরুমের চারপাশের কাচের ট্যাংকে জেলিফিশ রাখার কথা ভাবা হলেও এখন ওই পরিকল্পনা থেকে সরে এসেছেন নিয়ামি। এখান থেকে দেখতে পাবেন প্রশান্ত মহাসাগর ও লস অ্যাঞ্জেলেসের নয়নাভিরাম সৌন্দর্য। এখানেই শেষ নয়, ৪৫ আসনের একটি মুভি থিয়েটারও আছে এতে, থাকছে বেশ কয়েকটি সুইমিংপুল ও এলিভেটর।




‘দ্য ওয়ানে’র মাস্টার স্যুইটটির সঙ্গে আছে নিজস্ব সুইমিংপুল, অফিস ও কিচেন। কয়েকটি আলাদা দালান নিয়ে এই বাড়ি। বিশটি শোবার কামরার ১৩টি থাকছে মূল দালানে। এই বাড়িতে যিনি থাকবেন তিনি প্রতিবেশী হিসেবে পাবেন জেনিফার অ্যানিস্টন, ইলেন মাস্কের মতো তারকাকে। বাড়িটি সম্পর্কে এখনই এর বেশি কিছু বলা যাচ্ছে না, কারণ এখনো এতে বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।তবে নিয়ামি দ্রুতই ক্রেতাদের জন্য খুলে দিচ্ছেন এর দরজা।




তখনই বোঝা যাবে সেখানে আর কী কী চমক লুকিয়ে রেখেছেন নির্মাতা।এখন পর্যন্ত আমেরিকার সবচেয়ে দামি বাড়িটি বিকিয়েছে ১৩ কোটি ৭০ লাখ ডলারে, নিউ ইয়র্কের হ্যাম্পটনে, ২০১৪ সালে। অর্থাত্ ‘দ্য ওয়ানে’র দাম হাঁকা হচ্ছে ওটার প্রায় চার গুণ।







