Thursday , November 26 2020
Image: google

সুশান্ত সিং রাজপুত এর শেষ ছবি “দিল বেচারা” মাত্র ১ ঘণ্টায় যে রেকর্ড গড়লো!

সুশান্ত সিং রাজপুত এর শেষ ছবি “দিল বেচারা” মাত্র ১ ঘণ্টায় যে রেকর্ড গড়লো! – সুশান্ত সিং রাজপুত এর মৃ’ত্যুর পর তার শেষ ছবি দিল বেচারা সিনেমা রিলিজের কথা পরিচালকের থেকে শোনা মাত্রই আপামর জনতা অপেক্ষারত অবস্থায় ছিল। বেশ কিছুদিন ধরে সিনেমার

ট্রেইলার, টাইটেল ট্র্যাক, এবং অন্যান্য গা’নগু’লি প্রকাশিত হবার পর গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় সুশান্ত সিং রাজপুতের সিনেমা “দিল বেচারা।” আইএমডিবি-তে ১০/১০ রেটিং লাভ করল এই সিনেমা; হলিউড,বলিউড,টলিউডের রেকর্ড ভা’ঙলো সুশান্ত।গত ১৪ জুলাই আ’ত্মঘা-তী হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আমাদের মধ্যে তিনি আর নে’ই। সুশান্ত সিং

রাজপুতের পরিবারের পাশাপাশি এই কঠিন সত্য মেনে নিতে হয়েছে নেটিজেনদের। মৃ-ত্যুর পর এমন রেকর্ড ভাবা যায় না। আজ পর্যন্ত সুশান্ত ছাড়া কেউ করে দেখাতে পারেনি। সকলেই অবশ্য শেষ বারের মত প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখার জন্য দাবি তুলেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই সংকটাপন্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, সিনেমা হলে কোন সিনেমার শুভমুক্তি ঘটলে তা দেখতে যাওয়া আম জনতার পক্ষে

সম্ভব নয়। করোনা সং’ক্রমণ থেকে রেহাই পেতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল “দিল বেচারা”।সাবস্ক্রাইবার হন কিংবা অন আন সাবস্ক্রাইবার,সকলেই সুযোগ পেয়েছেন এই সিনেমা দেখার। আলাদা করে কোনো রিচার্জের প্রয়োজন হয়নি। সুশান্ত সিং রাজপুতের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এই মুভি। গতকাল সন্ধ্যে হতেই সকলেই স্মার্ট ফোন, ল্যাপটপ নিয়ে সুশান্তকে দেখার আশায় বসে গিয়েছিলেন।

সঞ্জনা আর সুশান্তকে এক সাথে সিনে পর্দায় দেখে আবেগে আপ্লুত নেট জনতা। প্রয়াত অভিনেতা জীবিত অবস্থায় হয়ত এত জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। পুরো সিনেমা জুড়ে জামশেদপুর আর প্যারিসে সুশান্ত আর সঞ্জনার প্রেম। সুশান্ত এর সেই হাসি মুখ। পুরো সিনেমা দেখে চোখের জল ধরে রাখতে পারেনি কেও। সুশান্ত এর জীবনের গল্প যেনো কিছুটা হলেও মিলে গিয়েছে পর্দায় ফুটে ওঠা চলচ্চিত্রের সাথে। অনুষ্কা শর্মা, সারা আলি খান,

রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, কৃতি স্যানন সহ অনেকেই সুশান্ত এর শেষ সিনেমা একসাথে দেখার শ’পথ গ্রহণ করেছিলেন।সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ছবি দিল বেচারার পোস্টার শেয়ার করে সকলকে একসঙ্গে সিনেমাটি দেখার কথা অনুরোধ করছেন। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে থেকে যে উত্তেজনা থাকে, গতকাল সে উত্তেজনার পারদ যেন সর্বোচ্চ ছিল। রেটিং হয়েছে অন্যান্য সিনেমার থেকে

সবচেয়ে বেশি।২৪ ঘন্টার মধ্যেই ৪.৮ মিলিয়ন লাইক অর্জন করেছিল ট্রেলার। অ্যাভেঞ্জার্সের গল্প হার মেনেছিল সুশান্ত সিং রাজপুত এর শেষ মুভি “দিল বেচারা”র কাছে। এবার বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের চোখে প্রমাণ হয়ে গেল, সুশান্ত কোন ছাপোষা অভিনেতা ছিলেন না বরং উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন।

About By Editor

Check Also

ভালোবাসার টানে ১ সন্তানের মা ভারত থেকে চলে আসলেন বাংলাদেশে

ভালোবাসার টানে ১ সন্তানের মা ভারত থেকে চলে আসলেন বাংলাদেশে- প্রেম মানে না কোনো বাঁধা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x