সুশান্ত-অঙ্কিতার প্রথম পরিচয় যেভাবে হয় – সুশান্ত সিং রাজপুতের সঙ্গে “পবিত্র রিস্তা” ধারাবাহিকের অঙ্কিতা লোখান্ডের প্রেম সকলের কাছেই বেশ প্রিয়। তাদের দুজনের প্রেম নিয়ে আবারো নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রথম




প্রেমিক সুশান্ত সিং রাজপুত এর মৃ’ত্যুর ঘটনা মেনে নিতে পারেননি অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘ সাত বছরের সম্পর্কের বিচ্ছেদ মেনে নিলেও হঠাৎ করে সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুটা এখনো মেনে নিতে পারেনি অঙ্কিতা। তাই সুশান্তের




অন্তিম সংস্কার এর সাক্ষী হতে ছুটে এসেছিল গত ১৪ ই জুন। সুশান্তের মৃ’ত্যুতে চোখের জল বাঁধ মানছে না অঙ্কিতার। ভীষণভাবে ভেঙে পড়েছেন তিনি। অঙ্কিতা এবং সুশান্তের বন্ধুবান্ধব, এবং কাছের মানুষেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই




খবর প্রকাশ্যে এনেছেন। অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুতের প্রেমের সম্পর্ক শুরু হয় হিন্দি ধারাবাহিক “পবিত্র রিস্তা” শুটিং সেটে। ঝগড়া থেকে বন্ধুত্ব এবং তারপর প্রেম। ধারাবাহিকের গল্পের মতোই শুরু হয়েছিল দুজনের একসঙ্গে পথ চলার কাহিনী। রিল লাইফের মানব অর্চনা এবং রিয়েল লাইফের সুশান্ত অঙ্কিতার প্রেম এককথায় সকলেরই নজর




কেড়েছিল। দুজনের ভালবাসার সম্পর্কের মধ্যে দিয়ে ধারাবাহিকের মূল দৃশ্যের গল্পটি সকল দর্শকের মন কে’ড়েছিল। তবে ধারাবাহিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কেও ভা’ঙ্গন ধরে যায়। দীর্ঘ সাত বছরের সম্পর্ক ভা’ঙতে ভা’ঙতে একেবারেই শে’ষ হয়ে যায় একদিন। সুশান্ত সিং রাজপুতের আত্মঘা’তী হবার পর ওই সিরিয়ালের বেশ কিছু




সিন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। বিশেষ করে সুশান্তের অনুরাগীরা সেইসব ভিডিও পোস্ট করছেন। সুশান্ত সিং রাজপুত এর মৃ’ত্যুর পর যেন সকলেই অর্চনা মানব তথা অঙ্কিতা সুশান্ত প্রেমের চিরস্মরণীয় স্মৃতি আরেকবার করে মনে করতে ব্যস্ত। তবে যে ভিডিওটি সবথেকে বেশি ভাইরাল হয়েছে, তাহল সুশান্ত এবং অঙ্কিতার প্রথম দেখার সেই চির




স্মরণীয় মুহূর্ত। ট্রেনের অত্যাধিক ভিড়ে ব’র্বর লোকেদের থেকে সুশান্ত অঙ্কিতা এবং তার বান্ধবীদের বাঁ’চায় রক্ষা করে। এই ভিডিওটি নিউজফিডে আসেনি এমন মানুষ হয়তো কমই রয়েছেন। এরপর থেকেই সুশান্তের কেরিয়ারের উন্নতির ঘটতে




শুরু করে। বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করার জন্য সুযোগ পায় সুশান্ত। তারপর হঠাতই আত্মঘা’তী। সুশান্তের চলে যাওয়াটা মেনে নিতে পারেননি অঙ্কিতা। এখনো তোর বাড়ির দরজায় নেমপ্লেটে সুশান্তের নাম লেখা। মুখ দেখাদেখি না থাকলেও বন্ধুত্ব ছিল। প্রিয় বন্ধুর চলে যাওয়াটা তার কাছে হৃদয়বিদারক এর থেকে কম নয়।




ভিডিওটি দ ‘খতে ভি’জিট করুন: https://web.facebook.com/watch/?v=206692857179307



