মেয়ে সেজে পুরষকে বিয়ে! ১৮ দিন পর ধরা পরে যা হলো – বর্তমান সমাজে লি’ঙ্গ বৈষম্য কে আলাদা চোখে দেখে না কেউ। গতবছর হাইকোর্টের তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সমান অধিকার পাবার পর থেকে তৃতীয় লি’ঙ্গের ব্যক্তিরাও সমানভাবে স্থান পেয়েছে সমাজে।মানুষের মন




থেকে কুসংস্কার কমে গেছে অনেকটাই। তবে টিকটক সহ কিছু অ্যাপ আছে যেখানে ছেলেরা মেয়ে সেজে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও করেন। এতে কিছুটা হলেও তারা আঘাত করে তৃতীয় লি’ঙ্গের ব্যক্তির মানসিকতাকে। পৃথিবীতে বহু বিচিত্র মানসিকতা যুক্ত নানা ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। কিছু মানুষ এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। হো’মোসে’ক্সুয়াল বা গে হাওয়া এখন খুবই




স্বাভাবিক ভাবে দেখে আমাদের সমাজ। অনেকেই লি’ঙ্গ পরিবর্তন করে নিজের মত বাঁচতে চান। কিন্তু বিশাল অঙ্কের টাকা খরচের জন্য অনেকেই সেই পথে পা বাড়াতে পারেন না। শুধু লি’ঙ্গ পরিবর্তন করলেই হয় না, সারা জীবন চিকিৎসাধীন থাকতে হয় তাদের।পরিবারের চাপে বা সমাজের চাপে পড়ে অনেকেই নিজের ইচ্ছাকে দমন করে রাখে। লিঙ্গ পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণ আইন সম্মত হলেও,এই বিষয়টিকে যদি




কেউ প্রতারণার কাজে ব্যবহৃত করেন তখন যথেষ্ট ক্ষুব্দ হয়ে মানুষ। এমনই একটি ঘটনা ঘটেছে নারুয়াবিলা গ্রামে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়েছে এই ঘটনা। জানা গিয়েছে যে, এক তরুণ অবিকল মেয়ের গলায় কথা বলা একটি ছেলের ফাঁদে ভুলবশত পরে। দুজনেই একই গ্রামের বাসিন্দা। তরুণী ভেবে ছেলেটির সাথে কথা বলতে থাকে ওই তরুণ। একসময় তাদের প্রেম পরিপূর্ণতা পায়। বিবাহ হয় তাদের। কিন্তু




বিবাহের ১৮ দিন পরে ওই তরুণের ভুল ভাঙ্গে। সে বুঝতে পারে যে তার স্ত্রী হলো আদতে একজন ছেলে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হাতে ওই প্রতারককে তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরে এই গ্রামে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আসার সকলেই তাদের নিয়ে হাসি মশকরা করতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি প্রতারককে অল্পবিস্তর সাজা দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন সকলে।




যেহেতু এটা কোন প্রাণহা’নি বা অর্থের প্রতারণা নয়,নিতান্তই মেয়ে রুপী ছেলেটি নিজেকে মেয়ে ভেবে সেই তরুণের প্রেমে পড়ে তাকে বিবাহ করে, তাই তাকে বড়সড় কোন সাজা না দেবার জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা।কিন্তু




বিবাহের পরের দিনই কিভাবে ছেলেটি বুঝতে পারল না তার স্ত্রী আদতে ছেলে সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিবাহের পর এত দিন লেগে গেল এটা বুঝতে যে তার স্ত্রী আদতে একজন পুরুষ?