নভেম্বর পর্যন্ত একদম ফ্রি রেশন পাবে দেশবাসী ঘোষণা প্রধানমন্ত্রীর – করোনা আবহে আগামী নভেম্বর অবধি ভারতের ৮০কোটি অধিবাসীকে বিনামুল্যে ৫কেজি করে চাল বা গম দেওয়া হবে বলে আজ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন




তিনি বলেন সামনে আসছে গুরু পূর্ণিমা, তারপর ১৫ই আগস্ট, ও এভাবেই একে একে দুর্গা পুজো,গনেশ চতুর্থী সহ নানান জাতির নানান উৎসব। এই সময়ে বিভিন্ন বাজারগুলি চাহিদার তুঙ্গে থাকে। এবছর করোনার প্রভাব মূলত সবকিছুর ওপরেই পড়বে তাই তিনি এদিন দেশবাসীর খাদ্যের ন্যুনতম সুরক্ষার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী অন্য যোজনা কে




নভেম্বর পর্যন্ত দীর্ঘায়িত করলেন। তিনি আরো জানান আগামী তিন মাস এই প্রকল্প চালাতে সরকারের ৮০হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এছাড়াও লকডাউনের পরবর্তী সময় থেকেই মোট খরচ ধরলে যার পরিমান দাঁড়ায় প্রায় দেড় লক্ষ কোটি টাকায়। আরও পড়ুনএদিন তিনি এই ব্যাবস্থার জন্যে দুই শ্রেণির মানুষদের ওপর কৃতজ্ঞতা জানান। প্রথমত যারা




দিনরাত মাঠে খেটে ফসল ফলান, আর দ্বিতীয়ত ভারতের ট্যাক্স দাতা স্বরূপ সমগ্র ভারতবাসীদের । করোনা পরিস্থিতিতে গরিবদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশে ভাষণে নমো বললেন, ”গরিবরা খেতে পাচ্ছেন না, এমন যেন না হয়। গরিব কল্য়াণ যোজনায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্য়াণ




অন্ন যোজনায় নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে মাসে ৫ কেজি করে গম বা চাল দেওয়া হবে বিনামূল্য়ে। প্রতি মাসে পরিবার পিছু ১ কেজি করে ছোলা দেওয়া হবে। এজন্য় ৯০ হাজার কোটি টাকা খরচ হবে”। দুর্গাপুজো, গণেশ চতুর্থী, দীপাবলি, ছট পুজোর মতো উৎসবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।মোদী আরও




বললেন, ”আনলক ১ যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে লক্ষ্য় করা গিয়েছে , অনেকে নিয়ম মানছেন না। কেউ মাস্ক পরছেন না, আবার কেউ ২০ সেকেন্ড অন্তর হাত ধুচ্ছেন না। আজ আরও সতর্ক হতে হবে আমাদের। এ সময় সুরক্ষা বিধি মানা হচ্ছে না, এটা উদ্বেগের”। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ”করোনায় মৃত্য়ুর নিরিখে অন্য় দেশের




তুলনায় ভাল অবস্থায় রয়েছে ভারত। সঠিক সময়ে লকডাউন কার্যকরের সুফল মিলেছে। কনটেনমেন্ট জোনে কড়া নজর রাখতে হবে।স্থানীয় প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে হবে”।







