গোটা দেশজুড়ে সালমান খান ও যশরাজ ফিল্মসকে – বলিউড থেকে বিদায় করা হোক নেপোটিজমকে। সুশান্তের মৃত্যুর পর থেকে জোরালো হচ্ছে সেই দাবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ সালমান খানের




সিনেমা বয়কট করার ডাক দেন। শুধুমাত্র সালমানেই নয় করণ জোহর ও যশরাজ ফিল্মসকেও বয়কটের ডাক ওঠেছে দেশজুড়ে। এদিকে সলমন, করন এবং




যশরাজ ফিল্মসকে বয়কটের দাবিতে অনলাইন পিটিশনে প্রায় ৪০ লক্ষের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। বিতর্ক এখানেই থেমে থাকেন, পাটনায় সলমন খানের সংস্থা বিয়িং হিউম্যান স্টোরেও ভাংচুর চালানো হয়েছে। সালমানের বিয়িং হিউম্যান




(Being Human) স্টোরের সামনে গিয়ে সালমানকে ‘মুর্দাবাদ’ বলে স্লোগান দিতে দেখা যায় সুশান্তের অনুরাগীদের। সেই সঙ্গে যে সমস্ত দোকানে সালমান খানের ব্যানার রয়েছে, সেগুলো কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে




সুশান্ত কেন আ.ত্মহত্যা করলেন, তা নিয়ে এখনো জলঘোলা রয়েছে। অন্যদিকে সালমান খান, করণ জোহর, একতা কাপুর ও সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে বিহারের মুজফ্ফরপুরের আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের




করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। সেইসঙ্গে বলিউডের ৫ প্রযোজনা সংস্থাকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে মুম্বই পুলিসের তরফ থেকে।







