ক্যান্সার নামটি শুনলেই কেন যেন একটা আঁতকে ওঠে মন। মানুষ নিজের অজান্তেই ক্যান্সারের লক্ষণগুলো অগোচরেই এড়িয়ে যায়। অথচ রোগবালাই শুরুতে ধরা পড়লে চিকিৎসা পদ্ধতি অনেক সহেজ হয়ে যায়। তাই যদি আপনি ক্যান্সারের শুরুতে এই লক্ষণগুলো অনুভব করতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টি ভালো হয়। চলুন তবে আজ জেনে নেওয়া যাক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ যা আমাদের চোখকে সহজেই এড়িয়ে যায়:
১। ক্যান্সারের অন্যতম প্রাথমিক লক্ষণ হলো ঘনঘন কাশি। তবে এ নিয়ে উদ্বেগের তেমন কারণ নেই। কিন্তু ঘনঘন কাশি কিংবা কফের সাথে রক্ত বের হলে বিষয়টি চিন্তার। বেশিরভাগ কাশি বিপদের না হলেও কিছু কিছু ক্ষেত্রে তা ফুসফুসের ক্যান্সারের অন্যতম লক্ষণ হয়ে থাকে। এমন অবস্থা হলে অতি দ্রুত আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ।
২। আপনার অন্ত্রের মাঝে নড়াচড়া যদি সহজ না হয় এবং মল স্বাভাবিকের চেয়ে বেশি মোটা কিংবা কোন অস্বাভাবিক মনে হয় তাহলে মলাশয়ের ক্যান্সার হতে পারে। এমন অবস্থা অনুভব করলে দেড়ি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। ৩। যদি কখনো মুত্র বা প্রসাবের সাথে রক্ত আসে, তাহলে তা মূত্রথলির বা কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার মূত্রথলীতে সংক্রামণের কারণেও এটি হতে পারে। তাই যদি আপনার মনে সন্দেহ হয় তাহলে চিকিৎসকের শরনাপন্ন হন।
৪। ক্যান্সারের অরেকটি অন্যতম লক্ষণ হলো ঘন ঘন ব্যাথা অনুভূত হওয়া। তবে বেশিরভাগ ব্যথাই ক্যান্সারের লক্ষণ নয়। তবে ক্রমাগত মাথাব্যথা হলে আবার এটি ভাবার কোন কারণ নেই যে, এটি বুঝি ব্রেন ক্যান্সারের লক্ষণ। লক্ষ্যনীয় যে, বুকে ক্রমাগত ও নিয়মিত ব্যথা ফুসফুসের ক্যান্সার কিংবা তলপেটে ক্রমাগত ব্যথা ফুসফুসের ক্যান্সার অথবা তলপেটে ক্রমাগত ব্যথা ডিম্বাশয়ের ক্যান্সারের অন্যতম লক্ষণ।
৫। অনেক সময় আঁচিলের পরির্বতন ক্যান্সারের কারণ হতে পারে। কোন আঁচিল বা তিলের আকৃতি ক্রমাগত পরির্বতন হলে তা সাথে সাথে ডাক্তার এর সাথে কথা বলাই উত্তম। ৬। শরীরে কোন ক্ষতস্থান যদি ২১ এর মধ্যে না শুকায় তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ হতে পারে। এবং নারীদের পিরিয়ডের সময় অপ্রত্যাশিত রক্তপাতও ক্যান্সারের অন্যতম লক্ষণ।
আপনি যদি কখনো এসব লক্ষণ অনুভব করেন তাহলে দেড়ি না করে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাত করুন।