কবিতা পাঠের মাধ্যমে চীনকে বয়কটের ডাকে ধুয়ে দিলেন ছোট্ট সায়ন্তিকা! – চীন এবং ভারতের সীমা’ন্তের উত্তে’জনার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র সরকার। চীনের টিকটক ৫৯ টি অ্যাপ ভারত থেকে ব্যান করে দিল




সরকার।ভারতের এই কড়া পদক্ষেপে ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো বহু দেশ। কো’ণঠা’সা হয়ে পড়ে অবশেষে চিন পি’ছু হটতে বাধ্য হয়েছে।দেশজুড়ে যখন সমস্ত ভারতবাসী চিনা পণ্য বয়কটের দাবিতে সরব হয়েছে, বিভিন্ন স্থানে স্থানে বহু মানুষ বিক্ষো’ভ দেখাচ্ছেন। খোদ কলকাতার বুকে নামকরা কোম্পানীর কর্মচারীরা পিকেটিং




করছেন,ফেসবুকে সরাসরি এক ভারতীয় সেনার লাইভ ভিডিও দেখেই আরো উত্তেজিত হয়েছে ভারতবাসী। প্রত্যেকে আত্মনির্ভর হওয়ার দাবিতে সরব হয়েছেন। এরই মধ্যে একটি ছোট্ট মেয়ের অসাধারণ কবিতা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল রয়েছে।ভিডিওটিতে একটি ছোট্ট মেয়ে খুব সুন্দর ভাবে একটি কবিতা উপস্থাপন করেছে। ছোট্ট মেয়েটির নাম সায়ন্তিকা




পাল।ভিডিওটি শেয়ার করেছেন তার বাবা সত্যজিৎ পাল। কবিতাটি লেখেন সত্যজিৎ পাল।কবিতাটির নাম দিয়েছেন “বয়কট”।ভিডিওটিতে দেখা যাচ্ছে, সায়ন্তিকা তার বাবার লেখা “বয়কট” কবিতাটি কি সুন্দর ভাবে উপস্থাপনা করেছে।এখাটে সুন্দর একটি ফ্রক পরিহিত পুতুলের মতো দেখতে একটি মেয়েকে দেখে আপ্লুত হয়েছেন অনেকে। মেয়েটির বয়স




খুব জোর ছয় কি সাত বছর। মেয়েটি একটি স্কুলে ক্লাস ওয়ানে পড়ে।ছোট্ট এই কবিতাটিতে এই মেয়েটি দেশবাসীর কাছে আবেদন করেছে চীনা পণ্য বয়কটের জন্য। এত ছোট বয়সে বড় বড় বোদ্ধাদের মত যেভাবে সুন্দর করে কবিতা আবৃত্তি করেছে সায়ন্তিকা তাতে যে সকলে খুবই অবাক হয়েছে তা বলাই বাহুল্য।কবিতাটি শুনে মুগ্ধ সকল নেটিজেনর সহ




সোশ্যাল মিডিয়ার ইউজাররা। ঝড়ের গতিতে এই ভিডিওটি শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভবিষ্যতে আবৃতির হাত ধরে এই মেয়েটির সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবে বলেই মনে করছেন সকলে।







