Wednesday , January 20 2021

এই ৫টি পেশার পুরুষদের প্রতি সহজেই আকৃষ্ট হয় নারীরা

এই ৫টি পেশার পুরুষদের প্রতি সহজেই আকৃষ্ট হয় সকল নারী – হ্যালো বন্ধুরা আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই প্রতিনেদনটি তে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি তা ইতি পূর্বেই আপনি হেডলাইন দেখেই

বুঝতে পারছেন।হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে চলেছি ছেলেদের এমন কিছু পেশা বা কাজ সম্পর্কে যা খুব সহজেই মেয়েদের আকর্ষিত করে। প্রথমেই জানিয়ে রাখি মেয়েরা সব পুরুষকে সমান নজরে দেখে না। পুরুষের পেশার ওপর নারীর বিশেষ নজর থাকে। বিশেষ কয়েকটি

পেশার পুরুষের প্রতি নারীদের আকর্ষণ একটু বেশিই থাকে। ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার। লেখক নাকি গায়ক। কোন পেশার প্রতি নারীর আকর্ষণ বেশি? রিলেশনশিপ ম্যানেজমেন্ট সংস্থার একটি গবেষণায় এই তথ্য সামনে এসেছে। তবে সব মেয়েদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এমনটা বলা হয়নি। কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে।

১. ফটোগ্রাফার: এই শ্রেণীতে সবার আগে রয়েছে ফটোগ্রাফার পেশার পুরুষ। যে সব পুরুষ ফটোগ্রাফি পেশার সাথে যুক্ত তারাই নারীর মনে সবার আগে জায়গা করে নিতে সক্ষম হন। মেয়েরা সুন্দর সুন্দর ছবি তুলতে খুব ভালোবাসে তাই সে চায় এমন একজন সঙ্গী যে ভালো ফটোগ্রাফি করতে পারে।

২. সেনাকর্মী: সেনাদের কাজ দেশের জন্য কাজ করা। দেশের কাজে নিজেকে উৎসর্গ করা। যে সব পুরুষ এই মহৎ কাজের সঙ্গে থাকে মেয়েদের মনে সেই পুরুষের জায়গা অনেকটা বেড়ে যায়। নারী জানে এটা ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু এমন স্বামী কেই বা চাইবে না যে দেশের সেবা করতে প্রস্তুত।

৩. শেফ: রান্না করা একটি শিল্পকর্ম। সাধারণত বাড়িতে মেয়েদেরই রান্না করতে দেখা যায়। যদি পুরুষ পেশায় শেফ হয়, তাহলে সে ভালো ভালো রান্না করে তার গার্লফ্রেন্ড বা স্ত্রীকে খাওয়াতে পারবে যেটা নারীরা সবসময়ই আশা করে থাকে। নারী চায় তার স্বামীও তাকে রান্না করে নিজের হাতে খাইয়ে দিক।

৪. গায়ক: সব মেয়েদেরই বড় বাসনা থাকে তার স্বামী বা বয়ফ্রেন্ড তাকে ভালো গান করে শোনায়। গায়ক এককথায় সুরের জাদুকর কেই বা না চায় এমন পুরুষদের। গার্লফ্রেন্ডকে মানাতে তার গায়ক বয়ফ্রেন্ডর একটি গানই যথেষ্ট।

৫. পাইলট: এই পেশার পুরুষেরা সবার থেকে একটু বিশেষ হয়ে থাকে। আকাশে আকাশে উড়ে বেড়ানো সব মেয়েদেরই শখ থাকে। টাকা থেকে শুরু করে এডভেঞ্চার, রোম্যান্স সবকিছুই আছে। একজন পাইলট সহজেই যেকোন মেয়ের মন জয় করে নিতে পারে। তো এই ছিল ছেলেদের কিছু পেশা। যা মেয়েদের বেশিই আকৃষ্ট করে।তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে একটু পরেই আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো ততক্ষনের জন্য আমাদের সাথেই থাকুন।

About By Editor

Check Also

ভালোবাসার টানে ১ সন্তানের মা ভারত থেকে চলে আসলেন বাংলাদেশে

ভালোবাসার টানে ১ সন্তানের মা ভারত থেকে চলে আসলেন বাংলাদেশে- প্রেম মানে না কোনো বাঁধা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *