Image: google

এই ১ম পৃথিবীতে ধেয়ে আসছে গডজিলা! দিনের আকাশে নামবে অন্ধকার

এই ১ম পৃথিবীতে ধেয়ে আসছে গডজিলা! দিনের – প্রকৃতির এক একটি লীলায় ধসে যাচ্ছে মানব সভ্যতার সমস্ত কারুকার্য। তবু শেষ হচ্ছে না প্রকৃতির পৈশাচিক হাসি। করোনায় জর্জরিত ফ্লোরিডা টেক্সাস ইত্যাদি দক্ষিণের শহরগুলোর।

এবার আরো বিধ্বস্ত করতে সাহারা মরুভূমিতে ধুলোর ঝড় তুলছে গডজিলা। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় গডজিলা। কয়েকদিন আগেই নাসার উপগ্রহে ধরা পড়েছিল এর গতিবিধি। সেখান থেকে দেখা গেছিল সাহারা মরুভূমি থেকে ধুলোর

ঝড় আমেরিকার দিকে ধেয়ে আসছে। ফোবর্স পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই ঝড় আকারে ছোট নয় অনেকটাই বড়। আর এই কারণেই এই ঝড়ের নাম দেয়া হয়েছে গডজিলা‌। মনে করা হচ্ছে যে শেষ 50 বছরে এমন

ঝড় দেখা যায়নি। যেভাবে সমুদ্র থেকে মাথা উঁচু করে দানবীয় প্রাণীকে সেলুলয়েডের পর্দায় শহর ধ্বংস করতে দেখেছিল বিশ্ব এই ঝড় কি তেমন? ধ্বংসলীলা না চালাতেও তান্ডব যে ভয়ঙ্কর হবে তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে 5000 মাইল

পেরিয়ে মেক্সিকোকে এসেছে ঝড়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে সেখানেই ঝড়ের আকার স্পষ্ট দেখা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম আমেরিকায় এই বিশাল ধুলোর ঝড় মেঘের আকারে আসবে। ভীষণভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে বারবার। এই ঝড়ের আকার এতটাই বেশি যে এরকম ঝড় আগে দেখেনি পৃথিবী।

এই ঝড়েরে ধুলোয় মেঘে ঢেকে যেতে পারে আকাশ। যার ফলে দিনের বেলাতেও আকাশে রাত নামতে পারে। এই ঝড়ের দৈর্ঘ্য হতে পারে 3500 মাইল থেকে 5600 মাইল পর্যন্ত। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে এই গডজিলা।

About By Editor

Check Also

ভালোবাসার টানে ১ সন্তানের মা ভারত থেকে চলে আসলেন বাংলাদেশে

ভালোবাসার টানে ১ সন্তানের মা ভারত থেকে চলে আসলেন বাংলাদেশে- প্রেম মানে না কোনো বাঁধা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *