আপনার Rupay Card থাকলে আজই পেতে পারেন ১০ লক্ষ টাকা! – এটিএম কার্ড সাধারণত ক্যাশ তোলার জন্য বা শপিংয়ের জন্য ব্যবহার করেন থাকেন বেশির ভাগ মানুষ ৷ কিন্তু জানেন কী কেবল ক্যাশ তোলা ছাড়াও বিপদের সময় অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে আপনার




RuPay কার্ড ৷ এই কার্ডে একাধিক সুবিধা পাওয়া যায় যা সম্বন্ধে খুব কম জনই ওয়াকিবহল ৷ দেখে নিন রুপে কার্ডে কী কী বেনিফিট পাওয়া যায় ৷ RuPay কার্ডে বিনামূল্যে ১০ লক্ষ টাকার ইনস্যুরেন্সের সুবিধা পাওয়া যায় ৷ এই কার্ডে লেনদেন করা অন্য কার্ডের থেকে অনেক বেশি




লাভজনক ৷ এটি একটি ভারতীয় স্কিম ৷ ফলে এই কার্ডে যে সমস্ত বেনিফিট দেওয়া হয় তা দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই করা হয়েছে ৷ RuPay কার্ডে বিনামূল্যে ১০ লক্ষ টাকার ইনস্যুরেন্সের সুবিধা পাওয়া যায় ৷ এই কার্ডে লেনদেন করা অন্য কার্ডের থেকে অনেক বেশি




লাভজনক ৷ এটি একটি ভারতীয় স্কিম ৷ ফলে এই কার্ডে যে সমস্ত বেনিফিট দেওয়া হয় তা দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই করা হয়েছে ৷ অন্য কার্ডের তুলনায় রুপে কার্ড অনেক সস্তা ৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এটি চালু করেছে ৷ ফলে এই




কার্ডের মাধ্যমে ক্লেম করা টাকাও এনপিসিআই দিয়ে থাকে ৷ বিদেশে এটিএমে এই কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ ক্যাশব্যাক ও পিওএস-এ ব্যবহার করলে পেয়ে যাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক ৷ RuPay-র নন-প্রিমিয়াম কার্ড যে গ্রাহকদের কাছে রয়েছে তাদের দু’র্ঘটনায় মৃ’ত্যু বা
বিকলাঙ্গ হয়ে গেলে তাদের ১ লক্ষ টাকার বিমা কভার দেওয়া হবে ৷ প্রিমিয়াম কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন ২ লক্ষ টাকা ৷







